Tuesday, July 29, 2025
Homeমতামতআগে উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে...

আগে উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি- নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চ কক্ষে পিআর ও মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। — বি‌বি‌সি বাংলা

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার শেরপুরে এক পথসভায় এ কথা বলেন মি. ইসলাম।

তিনি বলেন, “দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি, পাঁচই অগাস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সাথে জুলাই ঘোষণা পত্রও ঘোষণা করতে হবে”।

মি. ইসলাম বলেন, “ঐকমত্য কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। যদি পাঁচই অগাস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, তাহলে তেসরা অগাস্ট আমরা ঢাকায় আসছি। জুলাই ঘোষণাপত্র আদায় না করে আমরা ঢাকার শহীদ মিনার ছাড়বো না।

সংস্কার প্রসঙ্গ টেনে মি. ইসলাম বলেন, “আমরা বলেছি, যে কারণে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্রের আমরা পরিবর্তন চাই”।

তিনি বলেন, “এ জন্য আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে। এই উচ্চ কক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে সাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে নাগরিক পার্টি সমর্থন দেবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট