Saturday, July 19, 2025
Homeসভাআগে শহীদদের বিচার, পরে নির্বাচন: আবু সাঈদের বড় ভাই

আগে শহীদদের বিচার, পরে নির্বাচন: আবু সাঈদের বড় ভাই

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আমরা এখনো শহীদদের বিচার পায়নি। নির্বাচনের আগে শহীদদের বিচার করতে হবে। সুষ্ঠু বিচার হলে আমরা ভোটের অধিকার ফিরে পাব।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, এদিন দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান।

জামায়াত জানায়, এই সমাবেশ স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের একটি হবে বলে তারা প্রত্যাশা করছে। এতে দলটির পক্ষ থেকে সাত দফা দাবি তোলা হচ্ছে। পাশাপাশি ‘গণহত্যার বিচার’, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ এবং ‘জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন’।

দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের প্রতিনিধিরাও রয়েছেন সমাবেশের মূল মঞ্চে। এ ছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দল ও ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিদেরও।

জামায়াত জানিয়েছে, সমাবেশ সফল করতে তারা রাজধানীসহ সারাদেশে প্রস্তুতি সভা, গণসংযোগ ও মিছিল করেছে। লোকসমাগম বাড়াতে প্রায় ১০ হাজার বাস ও কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চেও লোকজন ঢাকায় এসেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট