জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান।
তিনি বলেন, “প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এবং পরে জাতীয় নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া উচিত।”
সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এবং এসহানুল মাহমুদ জোবায়ের।
বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিন সকাল ১১টায়, জামায়াতের তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের অংশগ্রহণে।
অন্যদিকে, নির্বাচন কমিশন মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধিত করে এবং তাদের প্রতীক ফিরিয়ে দেয়।
উল্লেখযোগ্য যে, গত ১ জুন আপিল বিভাগ এক যুগ আগে হাইকোর্টের দেওয়া জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত রায়টি খারিজ করে দেয়।