Sunday, September 7, 2025
Homeরাজনীতিআড়াই হাজার নবাগত শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে চবি ছাত্রশিবির

আড়াই হাজার নবাগত শিক্ষার্থীকে সংবর্ধনা দেবে চবি ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবাগত সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান’ আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠান করবে সংগঠনটি।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল গ্রাউন্ডে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এ নবীনবরণ। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

নবীনবরণের সার্বিক দিক নিয়ে চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবন কেমন হওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে—এসব বিষয়ে দিকনির্দেশনা দিতেই এ উদ্যোগ। আমরা আশা করছি, সর্বোচ্চসংখ্যক নবীন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আগামী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারবে।’

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারী, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশন (ইএমএ) এর প্রাক্তন সভাপতি ড. মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব আব্দুল মোহাইমেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবহান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট