Friday, September 5, 2025
HomeSylhetএমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে
শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী’র ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘রচনা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় সিলেটে নাইওপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি বিভাগে অংশ নেয়। ক-বিভাগ তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির জন্য ছিল ‘বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন’, খ-বিভাগ ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির বিষয় ‘বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন’, গ-বিভাগ নবম শ্রেণি ও দশম শ্রেণির বিষয় ‘স্বাধীনতা যুদ্ধে বঙ্গবীর জেনারেল ওসমানীর অবদান’, ঘ-বিভাগ একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির বিষয় ‘জেনারেল এম এ জি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী’।
প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে আগামী ০১ সেপ্টেম্বর বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।
এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ ওসমানী জাদুঘর, সিলেটের সহকারী কীপার (রু. দা) মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট