Sunday, September 7, 2025
Homeসর্বশেষএসআই আকবরকে গ্রেফতার ও রায়হান হত্যার বিচারের দাবীতে পূর্ব লণ্ডনে মানববন্ধনআকবরকে গ্রেফতারে...

এসআই আকবরকে গ্রেফতার ও রায়হান হত্যার বিচারের দাবীতে পূর্ব লণ্ডনে মানববন্ধনআকবরকে গ্রেফতারে ২৪ ঘন্টারআল্টিমেটাম, ড. ইউনুসের হস্তক্ষেপ কামনা

পুলিশ অফিসার এস আই আকবরকে জামিন প্রদানের প্রতিবাদে ও অবিলম্বে তাকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার (১৬ আগস্ট) ভয়েস ফর জাস্টিস ইউকে ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের যৌথ উদ্যোগে পূর্ব লণ্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি নেতা ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আলহাজ্ব রফিক উল্লাহর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী, সাবেক কাউন্সিলার শাহ আলম, প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল বারী ও সাধারন সম্পাদক সাংবাদিক মোশতাক বাবুল, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, কমিউনিটি নেতা আব্দুর রব, তাজভির চৌধুরী শিমুল, আলহাজ্ব মোহাম্মদ খালিছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছর খান, নভেল ইসলাম, ছামির আলি এবং নিহত রায়হান উদ্দিনের বোন রুবা খানম ও ভগ্নিপতি মফজ্জিল আলী।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আসামী আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার ও রায়হান  হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে বলেন, বিচারাধীন মামলায় খুনের দায়ে অভিযুক্ত আসামীকে জামিন দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে তাদের গ্রেফতার করে বিচার করতে হবে। এস আই আকবর তার সঙ্গীদের গ্রেফতার করতে না পারলে দেশে বিদেশে আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে নিহত রায়হান উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট