Sunday, October 19, 2025
Homeবাংলাদেশখেলাফত মজলিসের গণমিছিল সফলে নগরীতে লিফলেট বিতরণ

খেলাফত মজলিসের গণমিছিল সফলে নগরীতে লিফলেট বিতরণ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন সহ ৬দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১০ অক্টোবর শুক্রবার বাদ জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীতে গণমিছিল বের করা হবে। আগামীকালের গণমিছিল কর্মসূচি সফলের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট ও বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে মহানগর শাখার নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন। পরে সিলেট সিটি পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি ও সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন। লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা ইমদাদুল হক নোমানী, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহিম, জেলা সহসভাপতি আবুল কাশেম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট