গত এক মাসে ডলারের মান কমেছে ৯ শতাংশের বেশি। মার্কিন ডলারের এত চাপের মধ্যেও বাংলাদেশি মুদ্রা টাকার মান কমেছে। এর মধ্যেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে আশপাশের দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতার কারণেই এমনটি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজার নিয়ে এই প্রথমবারের মতো প্রতিবেদনটি প্রকাশ করলো।
প্রতিবেদনে বলা হয়, গত জুনে ডলারের বিপরীতে ৩ দশমিক ৮৯ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। এই সময়ের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার অবমূল্যায়ন ছিল আশপাশের দেশগুলোর মুদ্রার মধ্যে সর্বোচ্চ। তবে চলতি জুলাইয়ে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ১ দশমিক ৮৬ শতাংশ।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত জুনে ডলারের বিপরীতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুদ্রার মান কমেছে। বাংলাদেশের আশপাশের অন্য দেশগুলোর মুদ্রার মান বেড়েছে।