Sunday, September 7, 2025
Homeরাজনীতিগাজার উদ্দেশ্যে খাদ্য নিয়ে স্পেন থেকে ৫০ জাহাজের নৌবহর

গাজার উদ্দেশ্যে খাদ্য নিয়ে স্পেন থেকে ৫০ জাহাজের নৌবহর

স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছে ৫০টি জাহাজের বিশাল নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী নিয়ে ছয়টি মহাদেশের ৪৪টি দেশের শত শত প্রতিনিধি এতে যোগ দিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, গেম অব থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম কানিংহামসহ চিকিৎসক, আইনজীবী, মানবাধিকারকর্মী ও সেলিব্রেটিরা।

আয়োজক কমিটির দাবি, এ উদ্যোগের উদ্দেশ্য কেবল গাজার ক্ষুধার্ত ও বিপর্যস্ত মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং ইসরাইলের অবৈধ নৌ-অবরোধ ভেঙে বিশ্ববাসীর সামনে বর্বরতার চিত্র তুলে ধরা। তারা আরও জানিয়েছেন, বহরে যুক্ত কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নন।

২০০৭ সাল থেকে গাজার নৌ ও আকাশপথ অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। এর ফলে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এ অবরোধ আরও কড়াকড়ি করা হয়। বর্তমানে খাদ্য ও চিকিৎসা সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজার সাধারণ মানুষ।

অভিনেতা লিয়াম কানিংহাম এ উদ্যোগ সম্পর্কে বলেন, “ফিলিস্তিনিদের জন্য মানুষের মনে জোয়ার এসেছে। বিশ্ববাসীর বিবেক জেগে উঠেছে।” অন্যদিকে গ্রেটা থুনবার্গ অভিযোগ করেছেন, ইসরাইলি গণহত্যা নিয়ে নীরব থেকে বিশ্ব সম্প্রদায় বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছে।

সংবাদসূত্র: আলজাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট