Sunday, October 19, 2025
Homeআন্তর্জাতিকগাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

গাজায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন এবং পর্তুগালে যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। খবর আল জাজিরার।

গাজায় ইসরাইলের হামলার অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া পরিকল্পনার কিছু অংশ হামাস মেনে নেয়ার ঘোষণা দেয়ার পর এই সমাবেশ অনুষ্ঠিত হলো।শনিবার স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা এবং মাদ্রিদে বিক্ষোভে অংশ নেয় ফিলিস্তিনপন্থি হাজারো মানুষ। কয়েক সপ্তাহ আগে থেকেই এ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল।

পুলিশ জানায়, বার্সেলোনায় শনিবারের বিক্ষোভে ৭০ হাজারের বেশি মানুষ অংশ নেয়।

বার্সেলোনার প্যাসেইগ ডি গ্রাসিয়া শহরের কেন্দ্রীয় বুলেভার্ডে জেড়ো হন বিক্ষোভকারীরা। অনেকেই আসেন সপরিবারে, বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা বহন করেন অথবা ফিলিস্তিনের সমর্থনে টি-শার্ট পরেছিলেন।

‘গণহত্যা বন্ধ কর’ এবং ‘নৌবহর থেকে হাত সরিয়ে নাও’ লেখা প্ল্যাকার্ড বহন করেন তারা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনে সহায়তা যাত্রার প্রতি সংহতি জানিয়ে ইতালিতে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ।ইতালিয়ান জেনারেল কনফেডারেশন অব লেবার (সিজিআইএল) সামাজিকমাধ্যম এক্সে লিখেছে, ফ্লোটিলার প্রতিরক্ষা ও গণহত্যা বন্ধ করার জন্য বেশ কয়েকটি ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। পরে শুক্রবার বিক্ষোভে নামে তারা। এতে দুই মিলিয়নেরও বেশি মানুষ অংশ নেয়।

এছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন ত্রুপের’ সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভ থেকে পুলিশ কমপক্ষে ৪৪২ জনকে গ্রেপ্তার করে। সম্প্রতি ‘প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে’ নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার।

এছাড়া আয়ারল্যান্ডের ডাবলিনে বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থি মানুষ। গাজা যুদ্ধ বন্ধ ও ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আয়ারল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট