Thursday, October 30, 2025
Homeঅপরাধগুম মাস্টার মাইন্ড আলেপের সহযোগী এডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

গুম মাস্টার মাইন্ড আলেপের সহযোগী এডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

আওয়ামী লীগের সময় গুমের মাস্টার মাইন্ড আলেপের অন্যতম প্রধান সহযোগী সিআইডির বর্ত মান এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিগত শাসনামলে বিরোধী মতাদর্শের লোকদের গুম করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী ছিল সিআইডির এই এডিশনাল এসপি মো. মশিউর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র। মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানা গেছে।

র‌্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি ছিল কুখ্যাত আলেপ। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি। তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এ থাকাকালীন আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট