ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় আজ বুধবার (৪ জুন ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকটি কুমিল্লা-সিলেট মহাসড়কের খানাখন্দে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের ওপর উল্টে যায়, যার ফলে ট্রাকে থাকা দুই শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার একে একে বিস্ফোরিত হয় ।
বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে যায় । তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে । দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে পুলিশ বিকল্পপথে যান চলাচলের ব্যবস্থা করে নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় বাসিন্দারা জানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের নির্মাণকাজ চলার কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ ।