Monday, July 7, 2025
Homeরাজনীতিচাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির: মির্জা আব্বাস

চাঁদাবাজি করে বিএনপির নাম দেওয়া হচ্ছে। চাঁদাবাজদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’

নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন অনুষ্ঠান অথবা আগে স্থানীয় নির্বাচন, এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে দেশ ও জাতির সর্বনাশ করতে চাইছে কিছু মানুষ।’

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে যুদ্ধ করেছে। এখন নিজের ভাইয়ের সঙ্গে আর যুদ্ধ করতে চায় না। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।’ তিনি পরিষ্কার করে বলেন, ‘দল নতুন সদস্য নেবে। তবে আওয়ামী লীগকে নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট