Sunday, July 20, 2025
Homeবাংলাদেশজগন্নাথপুরে সাবেক ছাত্রীসংস্থার সভানেত্রীর ভাইয়ের উপর হামলা

জগন্নাথপুরে সাবেক ছাত্রীসংস্থার সভানেত্রীর ভাইয়ের উপর হামলা

জগন্নাথপুর প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের ভাইয়ের উপর হামলার অভিযোগ উঠেছে, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নাইম আহমদ এর বিরুদ্ধে।


সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাঠকুরা গ্রামের বাসিন্দা আব্দুল গনি এর মেয়ে তাহমিনা বেগম, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এর সাবেক নেত্রী। দীর্ঘদিন থেকে ছাত্রলীগ নেতা নাইম আহমদ প্রেমের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন এবং রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিলেন। তাহমিনা বেগম এর পক্ষ থেকে বার বার না করা সত্ত্বেও একই কাজ করে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা নাঈম।


বেশ কিছুদিন থেকে তাহমিনা বেগম যুক্তরাজ্যে অবস্থান করছেন। নাইম আহমদ সরাসরি তার বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। পরিবারের পক্ষ থেকে উক্ত প্রস্তাব নাকচ করে দিলে তিনি পরিবারের সদস্যদের নানাবিদ ভয় ভিতি পদর্শন করেন। তাহমিনা বেগম এর ভাই তাম্মির আহমদ মুন্না উক্ত হয়রানির সরাসরি প্রতিবাদ করেন। গত ২০শে মে আনুমানিক রাত ০৯টার দিকে তাম্মির বাজার থেকে বাড়িতে ফেরার পথে ৩-৪টি মোটরসাইকেল করে তার উপর হামলা চালানো হয়। হামলার সময় স্থানীয়রা জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং কোনো রকম দৌড় দিয়ে আত্নরক্ষা করেন তাম্মির আহমদ মুন্না।


তাহমিনা বেগম এর পরিবারের সাথে কথা বলে জানতে পারা যায় যে, ধারনা করা হচ্ছে যে, নাইম আহমদ এর লোকজন মিলে এই হামলা করা হয়েছে। বেশ কিছুদিন থেকে ছাত্রলীগ নেতা নাইম আহমেদ তাদেরকে উত্ত্যক্ত করে আসছিলো। দেশের পটপরিবর্তন এর পরে তার উপর একাধিক মামলা থাকা স্বত্তেও সে রয়েছে বহাল তবিয়তে। স্থানীয় আরো কিছু সন্ত্রাসীর মাধ্যমেও হুমকি দিচ্ছিলেন তিনি। উক্ত ঘটনায় ভুক্তবোগি পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান।


এ বিষয়ে 2W News এর পক্ষ থেকে জগন্নাথপুর থানা পুলিশের সাথে কথা বলতে চাইলে তারা খুবই অনাগ্রহ প্রকাশ করেন এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট