Tuesday, July 8, 2025
HomeSylhetজনগণের আস্থা অর্জনই হবে বিএনপির পুনর্জাগরণের মূল চাবিকাঠি: ইমদাদ চৌধুরী

জনগণের আস্থা অর্জনই হবে বিএনপির পুনর্জাগরণের মূল চাবিকাঠি: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জনগণের আস্থা অর্জনই হবে বিএনপির পুনর্জাগরণের মূল চাবিকাঠি। এই দলকে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে আমাদের আদর্শ, নীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে অটুট রাখতে হবে। সকল নেতাকর্মীকে ত্যাগের মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের লক্ষ্য, একটি সুশাসনভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায় সিলেটের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় বিএনপির সমর্থকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দীর্ঘ দিন একটি স্বৈরাচারী, নির্যাতিত সরকার ছিলো, দলের অনেকে রাজপথে থেকে আন্দোলন করেছিলেন, কিন্তু অনেকে আন্দোলন করতে পারেননি, তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি সোমবার (২৩ জুন) রাতে নগরীর তার নিজ বাসভবনে ৬নং ওয়ার্ডের বিএনপির সমর্থক ও বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট  জসিম উদ্দিন ও মহানগর ছাত্রদল নেতা রনি পাল এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনহার হোসেন আনা মিয়া, হান্নান মিয়া, বোরহান উদ্দিন, গোলাম মোহাম্মদ, গুলজার আহমদ, শাহেদ আহমদ, সাহেদ আহমদ টিপু, বেলাল আহমদ, এনামুল হক সুহেল, সজিবুর রহমান সুমেল, আজাদ মিয়া, মকবুল হোসেন, লাল মিয়া, শাহীন মিয়া, বাচ্চু তালুকদার, আব্দুস সাত্তার, দুলাল মিয়া, আব্দুর রহিম, মাসুম, সুমেল আহমদ, আবুল কালাম, সোলেমান আহমদ চমন, আব্দুর রউফ, রাজু আহমদ, আমির আলী, বাহাদুর খান, তারেক আহমদ, সুমন জালালী, আব্দুর রউফ, আলাউদ্দিন, মো. জুমেল আহমদ, সাজ্জাদ আহমদ, রুমান আহমদ, পারভেজ চৌধুরী, রুবেল দাস, তরিকুল ফাহিম, ইফতেখার ফাহিম, আরাত, মেহরাব তাহমিদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট