রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগের দিন, মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত প্রথম দিনের সংলাপে জামায়াত অংশ নেয়নি। দলটির পক্ষ থেকে জানানো হয়, তারা বৈঠকে যোগ দিচ্ছে না কারণ যুক্তরাজ্য সফররত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের যৌথ ঘোষণায় জামায়াতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করে।
এ কারণে কমিশনের প্রথম দিনের আলোচনায় তারা অনুপস্থিত থাকে। তবে সূত্র জানিয়েছে, আলোচনা শুরু হওয়ার দুই ঘণ্টা পরেও কমিশনের পক্ষ থেকে জামায়াতকে অংশগ্রহণে অনুরোধ জানানো হয়, যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত দলটি দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নেয়।