সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা। শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া (ইসিএ) পরিদর্শন শেষে স্থানীয়দের রোষানলে পড়েন তারা।
বিক্ষোভের শিকার হওয়া দুই উপদেষ্টা হলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং পর্যটন এলাকা ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টারা জানান, সরকার সিলেটের আর কোনো পাথর কোয়ারি চালু করবে না। পাশাপাশি পাথর শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা।
এই বক্তব্যের পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শ্রমিকরা উপদেষ্টাদের গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উপদেষ্টারা নিরাপদে স্থান ত্যাগ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,
“অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে জাফলংয়ের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। তাই এসব অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”
অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,
“জাফলং একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানকার পরিবেশ রক্ষা করে পর্যটন খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পাথর শ্রমিকদের জীবন-জীবিকার কথা মাথায় রেখে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”
উল্লেখ্য, জাফলংয়ের পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ থাকা এবং নতুন কোয়ারি না খোলার সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছে স্থানীয় শ্রমিকরা।