গত ১৭ই অক্টোবর জুলাই সনদ সাক্ষরের দিন জুলাইয়ে আহত যোদ্ধাদের উপর হামলা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এসময় জুলাইয়ের আন্দোলনে আহত নাগরিকরা বিভিন্ন দাবি পেশ করেন। তবে এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী তাদের উপর হামলা চালায় এতে বেশ কয়েকজন জুলাই যোদ্ধা আহত হন। উক্ত হামলার প্রতিবাদে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্যা পিপল এর উদ্যোগে লন্ডনে এক প্রতিবাদ সভার আয়োজন করে।
সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় এবং সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান সাফি এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্য দের বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আব্দুল্লাহ নাইম, মানবাধিকার কর্মী হামিদ মিয়া, মোশাহিদ আলী।
এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন করে এক স্বাধীনতা পেয়েছি সেই সকল আহত যোদ্ধাদের উপর পুলিশ আর সেনা সদস্যরা মিলে যে নেক্কারজনক হামলা চালিয়েছে তা খুব ই জঘন্য এবং নিন্দনীয়। তারা আরো বলেন, গত বছরের জুলাইয়ে আহতদের সঠিক পুনর্বাসন নিশ্চিত করতে পারে নি বর্তমান অনর্বর্তিকালীন সরকার। যাদের রক্তের উপর দিয়ে বর্তমানে ক্ষমতায় এই সরকার। তাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিয়ে হামলা চালানো খুবই নিন্দনীয়। যে বা যারা এই হামলার জন্য দায়ী প্রশাসনে বা সরকারের মধ্যে থাকলেও তাদের দ্রুত বিচারের দাবি জানান তারা।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাউসার বখত মুহিম, মোহাম্মদ আলী, আলমগীর হোসেনের , ময়নুল ইসলাম মুন্না স নুরুজ্জামান বাবু, জিয়াউল হক জিয়া, মোস্তাফিজুর রহমান বুলবুল, মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।

