চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। এই সফরে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। কথা রয়েছে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের।
এদিন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে সমবেত হন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায়। এই সমাবেশে জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদ উপস্থিত ছিলেন। এই অংশটি আজ স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘রিফর্ম বাংলাদেশ’র ব্যানারে অধ্যাপক ইউনূসের সমর্থনে একটি সমাবেশ করবে।
অন্যদিকে, একই হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এই বিক্ষোভে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রণজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। এদের যুক্তরাজ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি, আ স ম মিসবাহ উদ্দিন সিরাজ, যক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারি সাজিদূর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা তামিম আহমদ, স্বরন, সৈয়দ করিম রায়হান,মুস্তাফিজুর রহমান সোহাগ রাফি বিন কামাল, শরিফ আলম সহ যুক্তরাজ্য আওয়ামীলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
নেতাকর্মীরা জানান, ড ইউনুস যতদিন লন্ডনে অবস্থান করবেন ততোদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচি দিয়েছে আওয়ামীলীগ।