Sunday, September 7, 2025
HomeSylhetত্রয়োদশ সম্মেলন সিপিবি সিলেট জেলার কর্মীসভা

ত্রয়োদশ সম্মেলন সিপিবি সিলেট জেলার কর্মীসভা

১৯-২২ সেপ্টেম্বর ত্রয়োদশ সম্মেলন উপলক্ষে
সিপিবি সিলেট জেলার কর্মীসভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কর্তৃক রিকাবীবাজারস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে ত্রয়োদশ সম্মেলনকে কে কেন্দ্র করে কর্মীসভা আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
কর্মীসভার সভাপতিত্ব করেন সিপিবি, সিলেট জেলার সংগ্রামী সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন ও সঞ্চালনা করেন সিপিবি সিলেট জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান।  
উক্ত কর্মীসভায় বক্তারা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে ৭৭ বছর ধরে দেশে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে চলেছে। শুধু ক্ষমতার বদল নয়, সমাজ ব্যবস্থার বদল ছাড়া যে মানুষের মুক্তি আসবে না, সেই সত্য তুলে ধরেছে। দেশ, জাতি ও জনগণের সামনে আজ প্রধান রাজনৈতিক কর্তব্য হলো গণ-অভ্যুত্থানের বিজয়কে সংহত করা এবং গণ-আকাঙ্খার বাস্তবায়ন ঘটানো। চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় শোষণ-নিপীড়ন-বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে জনগণের লড়াই অব্যাহত রাখতে হবে। আর এর জন্য জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।  
এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ১৯-২২ সেপ্টেম্বর সিপিবি’র ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। বক্তারা ত্রয়োদশ সম্মেলনকে সফল করে মানব মুক্তির সংগ্রামকে অগ্রসর করতে নীতিনিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করার তাগিদ দেন।  
উক্ত কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলার অন্যতম নেতা আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, বিধান দেব চয়ন,  আহমেদ রশীদ রিপন, স্বপন মাহমুদ, ফজলুর রহমান শিপু, রাশেদুজ্জামান উদীচী শিপ্লীগোষ্ঠীর কেন্দ্রীয় সহ-সভাপতি অভিজিৎ দাশ জয়,  সিলেট উদীচীর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মন্টু, রজত চৌধুরী, সন্দ্বীপ দেব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার  সাধারণ সম্পাদক মাশরুখ জলিল,  ছাত্র ইউনিয়ন নেতা মাহিদুল ইসলাম, জুবায়ের আহমেদ জুয়েল। উক্ত কর্মীসভায় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি গণসংগঠনসমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট