Saturday, November 8, 2025
Homeজাতীয়দাবি না মানলে ১১ নভেম্বর ‘ঢাকা চলো’ কর্মসূচির হুঁশিয়ারি

দাবি না মানলে ১১ নভেম্বর ‘ঢাকা চলো’ কর্মসূচির হুঁশিয়ারি

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছি। এতেও দাবি পূরণে কোনো উন্নতি না হলে আগামী ১১ নভেম্বর তারিখ ‘চলে চলো ঢাকা চলো’ কর্মসূচির ডাক দেয়া হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে সময়ক্ষেপণের চালাকি বর্তমান সরকারকে বিপদে ফেলবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টন মোড়ে জামায়াতসহ আট দল আয়োজিত যুগপৎ সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর উত্তর এবং মতিঝিল শাপলা চত্ত্বরে ঢাকা দক্ষিণ জামায়াতের সমাবেশ হয়। সেখান থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জমায়েত হন নেতাকর্মীরা। এছাড়া পল্টন মোড়ে আগে থেকেই জড়ো হয়ে সমাবেশ শুরু করেন ইসলামী আন্দোলন নেতাকর্মীরা। পর্যায়ক্রমে সেখানে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা, নেজামে ইসলাম পার্টি ও ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন।

স্মারকলিপি প্রদানের আগে গোলাম পরওয়ার সেটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা বসতে প্রস্তুত। আমরাই আগেই এ বিষয়ে প্রস্তাব দিয়েছি। আলোচনার মাধ্যমে সমাধানে আমরা আশাবাদী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে গণভোট না হলেই জাতীয় নির্বাচন নিয়ে সংকট হতে পারে।

পাঁচ দফা দাবি হলো– 

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট