Sunday, July 6, 2025
Homeরাজনীতিনতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ, আর তা হলো ইসলাম

নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ, আর তা হলো ইসলাম

রোববার (৬ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফলে নিজ নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় ও শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি মদনপুরা ইউনিয়নের আয়োজনে মধ্যমদনপুরা মসজিদ মাঠে, কেন্দ্র ও বুথ পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতেই তিনি জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। ছোটবেলার স্মৃতি এবং তার প্রয়াত পিতার কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

তিনি বলেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে নিজ ইউনিয়ন মদনপুরায় প্রয়োজনমতো সময় দিতে পারি না—এটি মন খারাপের কোনো কারণ নয়। আমি আপনাদের সন্তান। আপনাদেরই দায়িত্ব নিতে হবে। শিক্ষক, ইমাম, চাকরিজীবীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বাউফলের সব জায়গায় বলে দিন—মাসুদ শুধু মদনপুরার নয়, সে গোটা বাংলাদেশের জন্য নিবেদিত। ইনশাআল্লাহ, আমরা মদনপুরাকে বাউফলের গর্ব, বাউফলকে বাংলাদেশের অহংকার এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরব।

তিনি আরও বলেন, আমি আপনাদের ভালোবাসা ও চোখের পানির ঋণ শোধ করব ইনশাআল্লাহ। এক সময় এই এলাকায় কোনো প্রোগ্রাম হলে বলা হতো, পুলিশ আসছে, পালিয়ে যান। কিন্তু আল্লাহর রহমতে সেই পরিস্থিতি বদলে গেছে। আজকের শান্তিপূর্ণ পরিবেশই প্রমাণ করে, শহীদদের রক্ত বৃথা যায়নি।

ড. মাসুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা বা এমপি বানানোর রাজনীতি করে না। আমরা নীতিনিষ্ঠ রাজনীতি করি, জনগণকে ইসলামের পথে আহ্বান করি। গত ৫৩ বছর ধরে মানুষের তৈরি মতবাদের ব্যর্থতা দেখেছি। এবার আমাদের একবার সুযোগ দিন—আমরা ইসলামকে সংসদে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করার মাধ্যমে গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছেন—জুলাই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির। গোয়েন্দা প্রতিবেদনেও তাই ছিল। আজও সেই ফুটেজ বিভিন্ন টিভিতে দেখা যায়। কিন্তু দুঃখজনকভাবে কেউ কেউ এখনো এই সত্য দেখতে পান না।

নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, আমি শুধু মদনপুরা নয়, গোটা বাউফলের রাজনীতি করি। বাউফলের প্রতিটি মানুষই আমার আপন। এই বাউফলকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবারতন্ত্র আর বেছে নেবে না এই জনপদ। গত ১৭ বছর ধরে বাউফলের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। আমরা ইসলামি আদর্শে সন্ত্রাস, মাদক, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি বাউফল গড়তে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা কারও এমপি বানাতে চাই না। বাউফলের মানুষের একজন প্রকৃত সেবকই হবেন এমপি। এবার এমপি হবে এমন একজন, যিনি সততা, নৈতিকতা ও দক্ষতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন। আমি আপনাদের সেই সেবক হিসেবেই থাকতে চাই।

সবশেষে তিনি বলেন, ফসল রক্ষা করতে হলে আগাছা পরিষ্কার করতে হয়। এবার আগাছা সরিয়ে আমরা সাড়ে চার লাখ মানুষের ঘরে ঘরে উন্নয়নের ফসল পৌঁছে দেব ইনশাআল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. নুরুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট