Tuesday, January 13, 2026
Homeজাতীয়নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। শিগগিরই এ অবস্থার উন্নতির প্রত্যাশা করে বিএনপি। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে, যা একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট।

তিনি আরো বলেন, এ দেশের সমস্ত ভালো অর্জন বিএনপির মাধ্যমেই হয়েছে। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে। তাই দল ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। জনগণের সেই প্রত্যাশা ও আশা পূরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজের বিষয়ে তিনি বলেন, একজন ক্রিকেট অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা এ বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা একমত।

নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালোই আছে। আগামী ২২ তারিখের পর এটি আরো পরিষ্কার করে বুঝা যাবে।

বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিসসা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলে ও জানান মির্জা ফখরুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট