Friday, September 5, 2025
Homeসর্বশেষনির্বাহী ও রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগ মুক্তি পেলো: আইনজীবী শিশির

নির্বাহী ও রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগ মুক্তি পেলো: আইনজীবী শিশির

সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্বসহ বিচারকদের বদলি-পদায়নে উপর মহলের নাটাই ঘুরানোর আর কোনো সুযোগ থাকলো না। সকল ক্ষমতা সুপ্রিম কোর্টের বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী শিশির মনির। এছাড়াও, এ রায়ের মাধ্যমে নির্বাহী এবং রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগ মুক্তি পেলো বলেও জানান তিনি। একইসঙ্গে, ২০১৭ সালে সাব অর্ডিনেট বিচারকদের ওপর যে রুলস জারি ছিল তা সংবিধান থেকে বাতিল করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সেই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল ঘোষণা করা হয়।

এদিন সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। গত ১৩ আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ২৩ এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। এ হাইকোর্টের এই আদেশ বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলছেন আইনজীবীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট