লন্ডন, ১৫ জুলাই ২০২৫:
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে আন্দোলনরত সংগঠন “প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ” পূর্ব লন্ডনের মাঈদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশিদের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট আইনজ্ঞ জজ বেলায়েত হোসেইন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদার। সভায় বিশেষ বক্তব্য রাখেন ব্যারিস্টার জাজ নজরুল খসরু, যিনি প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত আইনগত দিকগুলো তুলে ধরেন।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ সরকারের নীতিমালা ও নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ এবং সিরাজুল ইসলাম শাহীন আন্দোলনের পটভূমি ও কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় অংশগ্রহণ করেন লন্ডনের বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল দেওয়ান মেহেদী চৌধুরী, সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্স-এর সভাপতি ব্যারিস্টার নুরুল গাফ্ফার, ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান ব্যারিস্টার আহমেদ এ মালিক, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর, প্রেসক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা নসরুল্লাহ খান জুনায়েদ, লেখক শাহ আলম, সাংবাদিক অলিউল্লাহ নোমান, ইমাম আবুল হাসনাত চৌধুরী, সলিসিটর আব্দুল হালিম সরকার, এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও গোলাম মর্তুজা, সাংবাদিক এনাম চৌধুরী, বদরুজ্জামান বাবুল, সৈয়দ মাসুক, সুমন মাহমুদ, বাবলুল হক বাবুল, আব্দুল্লাহ আল মুনিম, মানবাধিকার একটিভিস্ট আসাদুজ্জামান শাফি, আমিনুল ইসলাম মাহমুদ, রায়হান উদ্দিন, জয়নাল আবেদীন, ব্যারিস্টার সাজিদ উদ্দিন তালুকদার, সাইফুর রহমান পারভেজ, মিনহাজ উদ্দিন, তারিকুল ইসলাম এবং সংগঠক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের ডেপুটি সেক্রেটারী জেনারেল মাসউদ আহমেদ, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল, মাওলানা সৈয়দ সালেহ আহমদ, ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান,সাংবাদিক তাওহীদ করিম মুজাহিদ, ইএলএমের ট্রেজারার আব্দুল মালিক, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার, জুবের আহমদ আহাদ, আব্দুল আলী ,সালাহ উদ্দিন, মিসবাহ উদ্দিন, ওয়াহিদ আলী, মুনসাত চৌধুরী, আমিন উদ্দিন চৌধুরী এবং মিসবাহ উদ্দিন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখলেও রাজনৈতিক অধিকার থেকে তারা বঞ্চিত। ভোটাধিকার নিশ্চিত হলে রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ততা আরও সুসংহত হবে।
সভাপতির বক্তব্যে জজ বেলায়েত হোসেইন বলেন, “প্রবাসীদের ভোটাধিকার একটি সাংবিধানিক দাবি। এ আন্দোলনে সকলে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখলে তা সফল হবেই।” তিনি সভায় উপস্থিত সবাইকে আন্দোলনের ধারাবাহিকতায় যুক্ত থাকার আহ্বান জানান।
সভা থেকে ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা নিয়ে একটি খসড়া কর্মসূচিও ঘোষণা করা হয়। প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক এই সভা প্রবাসী সমাজে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে এবং আন্দোলনকে আরও বেগবান করার সংকল্প গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি