Sunday, October 19, 2025
Homeপ্রতিবাদেবাংলাদেশের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার, নিঝুম মজুমদার ও সুশান্ত সহ ১০ জনকে দেশে...

বাংলাদেশের বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার, নিঝুম মজুমদার ও সুশান্ত সহ ১০ জনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে মানববন্ধন সিলেট মহানগর ছাত্রদলের

বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার ও রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্য, সোশাল মিডিয়ায় মিথ্যা ও গুজব রটনাকারী আওয়ামীলিগ এর এই সকল চিহ্নিত নেতাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিইয়ে সর্বোচ্ছ শাস্তি এবং দেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখার দাবিতে ১৫ই অক্টোবর রোজ বুধবার নগরিতে এক বিশাল মানববন্ধন করেছে সিলেট মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদল নেতা নাসিম আহমেদ এর পরিচালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
উক্ত মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, আওয়ামীলীগের অনলাইন এক্টিভিস্ট নিঝুম মজুমদার, সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত পাল, শরীফ আলম, রাফি বিন কামাল, মোঃ সাইফ আহমেদ চৌধুরী, রবিউল হাসনাত শাওন, মারজান আহমদ, সৈয়দ করিম রায়হান, মোসলেহুর রহমান বাবলা ও মারুফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকার, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কুরুচীপূর্ন মন্তব্য এবং সম্প্রতি ড. ইউনুসের নেতৃত্বাধীন আমেরিকা সফরে আওয়ামীলীগের হামলাসহ, দেশে বিদেশে হুমকি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে আওয়ামীলীগ। তাই, অনতিবিলম্বে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে শাস্তির জোর দাবি জানান বক্তারা।


বক্তারা আরও বলেন, ব্যক্তির সম্মানহানি ও অপপ্রচার রোধে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা দাবি জানান, অপরাধীদের চিহ্নিত করে দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। তাছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের গোয়েন্দা নজরদারিতে নিয়ে আসার দাবিও তুলা হয়।
অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা নাসিম আহমেদ, লায়েছ আহমেদ, সুহাগ রহমান, রাহমান ইমতিয়াজ, সিলেট পলিটেকনিক ছাত্রদল নেতা সাইফ রিমন, তালহা জুবায়ের, খালেদ মহসিন, শাহপরান সরকারি কলেজ ছাত্রদল নেতা রিংকু দাশ, সালমান রাউফ শাকি, জাবেদ আহমেদ, আহমেদ ফাহিমসহ প্রমুখ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট