Sunday, September 7, 2025
Homeআন্তর্জাতিকবাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নির্বাচন সম্পন্ন

প্রেস রিলিজ: ব্রিটেনে বাংলাদেশি মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে । এতে ক্লাবের প্রেসিডেন্ট পদে শাকির হোসাইন, জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন।


ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের হলরুমে রোববার (৩ জুলাই) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ব‍্যারিস্টার মাহবুবুর রহমান।


এর আগে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, বিবিসি বাংলা সার্ভিসের সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, টাওয়ার হেমলেটস লেবার পার্টি নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর শামসেদ চৌধুরী, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, সিনিয়র সাংবাদিক জিআর সোহেল, এডভোকেট আব্দুল হালিম হাওলাদার প্রমুখ ।


কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, ভাইস প্রেসিডেন্ট মো: জুনায়েত রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, ট্রেনিং সেক্রেটারি রিয়াদ আহসান, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, ওয়েলফেয়ার সেক্রেটারি মো. মুন্না মিয়া, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক। শেষে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।


সট ১: মোখলেসুর রহমান চৌধুরী
সট ২: ব‍্যরিস্টার মাহবুবুর রহমান
সট ৩: সিরাজুল ইসলাম
সট ৪ : পারভেজ মল্লিক
সট ৫: শাকির হোসাইন

ইয়াসমিন জাহানারা
অফিস সম্পাদক


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট