Saturday, November 22, 2025
HomeSylhetবিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা

‘জাতির যে কোনো দূর্যোগে মাল্টিমিডিয়াকে
অগ্রণী ভূমিকা রাখতে হবে’  

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিগত সরকারের আমলে শুধু রাজনৈতিক কর্মীই নয়, সুশীল সমাজ সহ মাল্টিমিডিয়া সাংবাদিকরাও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অনেকের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। এদের মধ্যে অনেকেই পালিয়ে বেড়িয়েছেন।
তারা বলেন, বিভিন্ন রাজনৈতিক শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের পর সবাই একটা স্বস্থির নিশ্বাস ফেলছেন।  আজ দিন বদল হয়েছে, দেশে পরিবর্তন এসেছে, এই অবস্থানে দাঁড়িয়ে মাল্টিমিডিয়াকে আরও গুরুত্ব ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্যকে লালন করার মাধ্যমে জাতির যেকোন দূর্যোগে এই এসোসিয়েশন সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
গতকাল শুক্রবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ অভিজাত হোটেল ক্রাউন পার্ক’র হল রুমে এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যানির্বাহী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের প্রথমপর্বে এসোসিয়েশনের উপস্থিত সকল সদস্যদের পরামর্শ গ্রহন করা হয়। ২য় পর্বে অতিথিদের উপস্থিতিতে এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়্।
সাধারণ সভা আয়োজক কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক রাজু আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়তের নায়বে আমীর মো. নুরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সৌদিআরব বিএনপির সভাপতি জাকারিয়া আরফিন ফায়সাল, সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসাইন আরমান, ক্রাউন পার্ক হোটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পাভেল আহমদ,  মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য শাহ মো. কয়েস আহমদ, বেলায়েত হোসেন, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, রত্না আহমদ তামান্না, অমিতা সিনহা, মাছুম আহমদ চৌধুরী, রেজওয়ান আহমদ, বাবর জোয়ারদার, রুবেল আহমদ, তৌফিকুর রহমান হাবিব, আবুল কাহার, আশিকুর রহমান রানা, মো. নুরুল ইসলাম (২), সুলাইমান আহমদ সুহেল, সবুজ আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, আব্দুল খালিক, রণি পাল, ইমরান আলী, আল-আমিন, শাহীন আলম, উৎফুল বড়ুয়া, জাবেদ এমরান, বাবুল খান মুন্না, আশরাফুল ইসলাম, আশরাফ উল্লাহ ইমন, আকমল হোসেন সুমন, জাহিদ উদ্দিন, সৈয়দ রাসেল, ফারহান আহমদ চৌধুরী, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, সাইদুর রহমান, শাহীন আহমেদ, ঈষা তালুকদার, মুছা খাঁন, সাইফুল ইসলাম নাহিদ, জাকির হোসেন দিপু প্রমুখ। বিজ্ঞপ্তি  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট