Thursday, July 10, 2025
Homeবাণিজ্যবিবিসিসিআই ইয়ুথ ফোরামের কমিটি গঠন সম্পন্ন

বিবিসিসিআই ইয়ুথ ফোরামের কমিটি গঠন সম্পন্ন

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)–এর ইয়ুথ ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ০৯ই জুলাই বুধবার লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।


উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিক হায়দার এবং সঞ্চালনা করেন ডাইরেক্টর জেনারেল ব্যারিষ্টার দেওয়ান মাহদি। প্রগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ ফোরকান হোসাইন। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রফেসর শাহগীর বখত ফারুক, সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাব, সংগঠনটির ডিরেক্টর আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মুহিব চৌধুরী, ডক্টর সানাওয়ার চৌধুরী, কাউন্সিলর জাহাঙ্গীর হক, ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান, লন্ডন রিজিয়ন এর প্রেসিডেন্ট মনির আহমেদ, ইস্ট অব ইংল্যান্ড এর প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান।


ইয়ুথ ফোরামের নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোঃ রাসেল হোসাইন, সেক্রেটারি জেনারেল পদে মোস্তাক নাদিম সানি, ট্রেজারার পদে মাহিদ রাজা চৌধুরী এবং সাংগঠনিক পদে মনোনীত হয়েছেন নাজমুল হুদা।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফোরকান হোসাইন, ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমেদ সিদ্দিকী, জয়েন্ট সেক্রেটারি আব্দুল কারিম, প্রেস সেক্রেটারি আসাদুজ্জামান সাফি, মেম্বারশীপ সেক্রেটারি ওয়ারকান হাসান, স্পোর্টস সেক্রেটারি খন্দকার হোসাইন আহমেদ ইমন, এক্সিকিউটিভ সদস্যবৃন্দরা হলেন, মোঃ তওফিকুল আলম, হাসনাত চৌধুরী, ইফতেখার জিসান, আকমল রনি।

বিবিসিসিআই এর সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহতাব-কে ইয়ুথ ফোরামের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সভা থেকে।

সভায় বক্তারা বলেন, টেকনোলজি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে তরুণরা ব্যবসা ও উদ্যোক্তা জগতে আরও বেশি করে যুক্ত হচ্ছে। নতুন নতুন উদ্ভাবন ও ডিজিটাল দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজস্ব ব্যবসা গড়ে তুলছে, কর্মসংস্থান তৈরি করছে এবং বিশ্ববাজারে নিজেদের অবস্থান তৈরি করছে। তরুনদের নিয়ে বিবিসিসিআই এর নতুন উদ্যোগ ইতিহাসের এক মাইলফলক হয়ে থাকবে। ইয়ুথ ফোরামের নতুন এই নেতৃত্বের মাধ্যমে ব্যাপকহারে তরুণদের ব্যবসা বানিজ্যে সম্পৃক্ত, নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্রিটিশ বাংলাদেশি তরুণদের সোসাইটির মূলধারার ব্যবসায় সম্পৃক্ত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট