স্টোন ক্রাশার মিল চালু করে শ্রমজীবীমানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেয়ার দাবী
স্টোন ক্রাশার মিশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে এ অঞ্চলের শ্রমজীবী ও ব্যবসায়ীদের জীবীকা ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেটের বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমিতির এক সভা সোমবার (২১ জুলাই) ধোপাগুলস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও রাজন আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভাপতি শাব্বির আহমদ, আজির উদ্দিন, রাজীব হোসেন লিটু, মামুন ভূইয়া, সবর আলী, আলাল উদ্দিন, লিটন সরকার, লোকমান হোসেন, শাহীনুর রহমান, জিয়া হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের জেলাপ্রশাসন কর্তৃক স্টোন ক্রাশার মিল সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে এ অঞ্চলের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে। যুগ যুগ ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে এ অঞ্চলের শতশত স্টোন ক্রাশার চলে আসছে। এসব ক্রাশার মিশিনে হাজার হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ছিলো। পাশাপাশি এইসব স্টোন ক্রাশার মিলে শত কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসায়ীরা তাদের পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। আকশ্মিক স্টোন ক্রাশার সমূহ বন্ধ করে দেয়ায় এ অঞ্চলের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে সিলেটের ধোপাগুল সহ সংশ্লিষ্ট এলাকা রাতের বেলায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। বিদ্যুৎ না থাকায় ক্রাশার মিল সমূহ এলাকায় সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বক্তারা অবিলম্বে বিচ্ছিন্ন করে দেয়া স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে কর্মহীন মানুষের জীবীকা ফিরিয়ে দেয়ার দাবী জানান।