Wednesday, July 23, 2025
Homeসর্বশেষবিমান বিধ্বস্তে দগ্ধদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের মেডিকেল টিম ঢাকায়

বিমান বিধ্বস্তে দগ্ধদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের মেডিকেল টিম ঢাকায়

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ মেডিকেল টিম ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন।

আজ বুধবার সকাল থেকে ইনস্টিটিউটের তৃতীয় তলার সভাকক্ষে এই মিটিং চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম ছাড়াও সেখানে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যসচিব, বার্ন ইনস্টিটিউটের পরিচালকসহ সিনিয়র চিকিৎসকরা।

সিঙ্গাপুরের মেডিকেল টিমের কাছে দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিভিন্ন দিক উপস্থাপন করা হচ্ছে। তাদের কাছ থেকে সরাসরি চিকিৎসা পরামর্শ নেওয়া হচ্ছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৩ জনই চিকিৎসাধীন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট