Friday, September 5, 2025
Homeমতামতবিশ্বের মজলুম রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশেপুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে: এড. রকিব

বিশ্বের মজলুম রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশেপুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে: এড. রকিব

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে বলেন, বিশ্বের মুসলমানরা আজ প্যালেস্টাইন, গাজা, বার্মা (মিয়ানমার) সহ বিভিন্ন স্থানে নির্যাতিত ও নিপীড়িত। এসব মজলুম মুসলমানদের মুক্তি ও স্থায়ী নিরাপত্তার জন্য ওআইসিভুক্ত দেশসমূহের সরকারকে অবিলম্বে কার্যকর ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, পবিত্র প্রথম কিবলা আল-আকসা ও প্যালেস্টাইনের মুসলমানদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা মুসলিম বিশ্বের নৈতিক দায়িত্ব।
রোববার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের নিজ দেশে পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এজন্য সার্কভুক্ত দেশ পাকিস্তানসহ বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহকে এগিয়ে আসতে হবে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনে বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে।
তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের সকল মজলুম মুসলমানদের মুক্তি ও নিরাপদে বসবাস নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট