Sunday, September 7, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সকল আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সকল আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে থাকা চারজন আরোহীর সবাই নিহত হয়েছেন। এক বিবৃতিতে নাভাজো জাতিগোষ্ঠী কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। এবিসি নিউজ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন সংবাদমাধ্যমটি বলছে, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট