সুনামগঞ্জের দিরাইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ শুক্রবার (৮ আগষ্ট) দুপুর দুইটায় উপজেলার শ্যামারচর বাজারের মরা সুরমা নদীতে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের ব্যক্তিগত উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
বিশাল এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সুনামগঞ্জ ছাড়াও, হবিগঞ্জ, নেত্রকোনা জেলা, আজমিরীগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলা থেকেও লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। নৌকা বাইচের মতো এরকম একটি সামাজিক আয়োজনে এলাকায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আসা সহ সমাজের মানুষের ভ্রাতৃত্ববোধ বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আত্মীয়স্বজন, নারীপুরুষ ও ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে অনেককেই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দেখা গেছে।
এতে স্থানীয় লোকজন ও আগত দর্শকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ দেখা গেছে।
দর্শনার্থী শাল্লা উপজেলার বাদল মিয়া বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার হারাতে বসা ঐতিহ্য। একসময় গ্রামের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিলো নৌকা বাইচ। শ্যামারচরের মরা সুরমা নদীতে নৌকা বাইচের খবর শুনে এসেছি। প্রতিযোগীতা দেখে খুব আনন্দ পেয়েছি। আমার অসাধারণ একটি সময় কেটেছে।
শ্যামারচর গ্রামের আনোয়ার হোসেন জানান, ঈদসহ বিভিন্ন উৎসবে বাড়ি বাড়ি যেমন মেহমান আসে ঠিক তেমনি নৌকা বাইচকে কেন্দ্র করে বাড়িতে আত্মীয়-স্বজন এসেছে। সবাই মিলে নৌকা বাইচ দেখে মজা পেয়েছি।