Tuesday, July 29, 2025
Homeরাজনীতিরিজভীর স্বাক্ষর জাল করে ছাত্রদলের কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি!

রিজভীর স্বাক্ষর জাল করে ছাত্রদলের কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় ও সংগঠনটির কমিটি পুনর্গঠন’ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ভুয়া বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

গতকাল শনিবার রুহুল কবির রিজভীর নামে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এতে বলা হয়, ‘গত ২০ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় ছাত্রদল নেতারা সংগঠনের গঠন-পুনর্গঠনে তারেক রহমানের ওপর ক্ষমতা অর্পণ করেন। তিনি ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি মনোনীত করেছেন, যাতে সভাপতি হিসেবে মো. আমানউল্লাহ আমান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আরিফুল ইসলাম খানের নাম উল্লেখ করা হয়।

এই ভুয়া বিজ্ঞপ্তির বিষয়টি নজরে এলে রোববার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে রুহুল কবীর রিজভী জানান, তার স্বাক্ষর জাল করে এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

রুহুল কবীর রিজভী বলেন, “কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গতকাল ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।”

তিনি ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট