Sunday, July 6, 2025
Homeসভারোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর ১ম সভা ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন।‎

রোটার্যাক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর ১ম সভা ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম সম্পন্ন।‎


‎শুক্রবার সিলেট নগরীর ইবনেসিনা হসপিটাল ক্যান্টিনরুমে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠ করেন ক্লাবের সদস্য রো. ইব্রাহিম চৌধুরী, পারপাস পাঠ করেন ক্লাবের অতীত সভাপতি রো.শেখ সুহিন মিয়া সকলের সম্মিলিত কন্ঠে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশনার পর (২০২৪-২৫) ইয়ারের সভাপতি মুন্সি আব্দুর রউফ সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালে তিনি তার বছরের অর্জন ও কৃতিত্বগুলো তুলে ধরেন ও ক্লাবের পরিচালনা পর্ষদসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে রোটারিবর্ষ (২০২৫-২৬) ইয়ারের সভাপতি আব্দুল লতিফকে কলার হ্যান্ড ওভারের মধ্যে দিয়ে ইয়ার লাঞ্চিং সভা (উদয়ন-২০২৫) আনুষ্ঠানিক সুচনা করেন। এ সময় তিনি বোর্ড মেম্বার সহ ক্লাবের সকল সদস্যদের ও অন্যান্য ক্লাব হতে আগত সকল সদস্যদের পরিচিত পর্ব পরিচালনা করেন। (উদয়ন-২০২৫) ইয়ারলাঞ্চিং সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। ক্লাবের অতীত সভাপতি রো.শেখ সুহিন মিয়া, রো. আব্দুল্লাহ আল ফাহাদ, আইপিপি রো. মুন্সি আব্দুর রউফ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রো. আবু তাহের, সদস্য রো.রুবেল খান, ইন্টারেক্ট ক্লাব সিলেট সুরমার ইন্টারেক্টর আজিম, ইউসুফ,
‎এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারেক্ট ক্লাব সিলেট গ্রীন বার্ডসের অতীত সভাপতি রো. মো. রাসেল মিয়া, রো. লায়েক আহমদ, (২০২৪-২৫) এর আইপিপি রো.আরশাদ মিয়া, রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির অতীত সভাপতি রো.নাজিফা সুলতানা তানহা, রোটারেক্ট ক্লাব সিলেট সিনার্জির অতীত সভাপতি রো.আব্দুল্লাহ রহমান, (২০২৫-২৬) সভাপতি রো.আল মামুন খান, Amar Sylhet এর সাংবাদিক সাহিদুজ্জামান সুজন। আরো উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব সিলেট সিনার্জির সহ সভাপতি আব্দুল বাছিত,হারুনুর রহমান,জাহিদুল ইসলাম,শাহরিয়ার ইমন, ইন্টারেক্টর আতাউর ইসলাম রাহুল, এলিগ্যান্স ক্লাবের সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ন সচিব মেহজাবিন মাহি, সদস্য মাহবুব তাহা কাউসার, শিপা আক্তার তানজিনা, গেষ্ট সালমান আহমদসহ অতিথিবৃন্দ। সভার মধবর্তী সময়ে ক্লাব সার্ভিস পরিচালনা করেন আবু তাহের, এসময় ক্লাব সার্ভিসে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
‎সভায় সর্বোচ্চ উপস্থিতি অ্যায়ার্ড অর্জন করেন রোটারেক্ট ক্লাব অব সিনার্জি পরিবার ও তার দল।

‎সভার শেষে বোর্ড অব থ্যাংকস দেন রোটারেক্টর আব্দুল্লাহ আল ফাহাদ, সার্জেন রিপোর্ট প্রদান করেন মুন্সি আব্দুর রউফ সবশেষে সচিব হাসান আহমদের পরবর্তী সভার ঘোষনার মধ্যে দিয়ে সভাপতি আব্দুল লতিফ সকল সদস্যদের সম্মতিপুর্বক সভার মুলতবি ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট