লন্ডন, ৮ জুলাই ২০২৫:
লক্ষ্মীপুর সোসাইটি ইউকে’র ২০২৫-২০২৭ সেশনের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্তোরার হলরুমে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ডা. মনোয়ার হোসেন, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ।
উল্লেখ্য, প্রায় তিন মাস আগে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বে গঠিত নতুন কমিটিতে রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও নিবেদিতপ্রাণ সদস্যরা।
নতুন কমিটির কিছু উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন :
• সিনিয়র সহ-সভাপতি: ইমতিয়াজ আনাম তানিম
• সহ-সভাপতি: মোহাম্মদ কাউসার, মিজানুর রহমান, মাহি আলম চৌধুরী, আলমগীর হোসেন দুলাল, শাহ আলম শাকিল, মাহমুদুল হাসান
• সিনিয়র যুগ্ম সম্পাদক (ট্রেজারার): মনজুরুল আহসান
• সাংগঠনিক সম্পাদক: হাসনাইন সালেহ
নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার পাশাপাশি আর্থ-সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ।
সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এএইচএম রায়হান, সহ-সাধারণ সম্পাদক বেলাল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া পাপন , ধর্ম বিষয়ক সম্পাদক: হেলাল উদ্দিন ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ কামাল উদ্দিন জ্যাকি কল্যাণ সম্পাদক: তোজো হোসেন আইটি সম্পাদক: সাইফ উদ্দিন সিফাত সাংস্কৃতিক সম্পাদক: রাকিব হোসেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আবু ত্বয়ব (কাওসার) আইন সম্পাদক: আকরাম হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংগঠনের অতীত কর্মকাণ্ড তুলে ধরেন তাঁর বক্তব্যে।
নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার পাশাপাশি আর্থ-সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি