Friday, September 5, 2025
HomeUncategorizedলন্ডনে জানালা ইউকে’র ‘কোল্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’ সম্পন্ন

লন্ডনে জানালা ইউকে’র ‘কোল্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’ সম্পন্ন


স্বেচ্ছাসেবী সংগঠন Janala UK আয়োজন করে একটি মানবিক উদ্যোগ— Cold Water Distribution Project। লন্ডনের ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশন এর সামনে অনুষ্ঠিত এ আয়োজনে পথচারীদের হাতে বিনামূল্যে শীতল পানির বোতল তুলে দেওয়া হয়। শিশুদের জন্য ছিল বাড়তি আনন্দ— চকলেটের ছোট্ট উপহার।

এ প্রকল্পে জানালা ইউকের সার্বিক সহযোগিতায় ছিল Work Permit Cloud (WPC)।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের বৈচিত্র্যময় কমিউনিটির মাঝে বাংলাদেশি তরুণদের সামাজিক সম্পৃক্ততা ও দায়বদ্ধতাকে তুলে ধরা, এবং জানালা ইউকে’র স্বেচ্ছাসেবী কাজগুলোকে স্থানীয় সমাজে পরিচিত করে তোলা।

জানালা ইউকের সদস্যরা বিশ্বাস করেন— এটি কোনো ব্যক্তিগত সামর্থ্যের বিষয় নয়; বরং ভালোবাসা, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার এক সুন্দর সেতুবন্ধন। লন্ডনের প্রতিটি মানুষই স্বাবলম্বী, তবে এরকম ছোট ছোট উদ্যোগ সমাজের হৃদয়ে অনুপ্রেরণার বীজ বপন করে, যা ভবিষ্যতে আরো সামাজিক কার্যক্রমে উৎসাহ যোগাবে।

সংগঠনটি বিশেষভাবে বাংলাদেশি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে— যুক্তরাজ্যে স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য।

উল্লেখ্য, বাংলাদেশেও জানালা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একই ধারাবাহিকতায় তারা যুক্তরাজ্যেও স্থানীয় কমিউনিটির পাশে দাঁড়াতে এবং তরুণদের ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে।

আজকের এই প্রকল্পে জানালা ইউকের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও বহু কমিউনিটি সদস্য উপস্থিত থেকে কার্যক্রমকে প্রাণবন্ত করে তোলেন।

এতে বিশেষভাবে উপস্থিত ছিলেন জানালা ইউকে’র সভাপতি দেওয়ান মাহিদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক ইফতেখার সিদ্দিকী, কোষাধ্যক্ষ তৌফিক আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক নাদিম সানি, সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আরিফ।

জানালা ইউকে আশা করে, তাদের তরুণ প্রজন্ম ভবিষ্যতেও লন্ডনসহ পুরো যুক্তরাজ্যে এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট