গত ২৮শে জুলাই সোমবার লন্ডনের একটি মিলনায়তনে যুক্তরাজ্যভিত্তিক ০৫টি মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই, জাস্টিস ফর ভিক্টিমস, অনলাইন এক্টিভিস্ট ফোরাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, রাইটস অব দ্যা পিপল এর যৌথ উদ্যাগে আগামী ০৫ই আগস্ট লন্ডনের আলতাব আলী পার্কে বিশাল গনজমায়েত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন রাইটস অব দ্যা পিপল এর সভাপতি আসাদুজ্জামান সাফি।
উক্ত সংবাদ সম্মেলন এ লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের জুলাইয়ে যখন বাংলাদেশ ব্লাক আউট হয়ে যায় ঠিক তখন গোটা বিশ্বে প্রবাসীরা আন্দোলন জোরদার করেন যার বৃহৎ ভূমিকা রেখেছে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতাকে স্মরন, নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কার, গনতান্ত্রিক পরিবেশে জনতার অধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্টা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ০৫ই আগস্ট দুপুর সাড়ে ১২ঘটিকা থেকে বিকাল সাড়ে ০৬ ঘটিকা পর্যন্ত চলবে এই বিশাল গনজমায়েত। যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়। সারাদিনব্যাপী এই আয়োজনে জুলাই স্মৃতিচারণ, আলোকচিত্র প্রদর্শনী, গণস্বাক্ষর, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন এর ব্যবস্থা করা হবে বলে জানান সংবাদ সম্মেলন থেকে আয়োজকবৃন্দ

উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও কথা রাখেন, অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর সভাপতি মো: জয়নাল আবেদিন, জাস্টিস ফর ভিক্টিমস এর সভাপতি মো: জহিরুল ইসলাম, নিরাপদ বাংলাদেশ চাই এর যুগ্ন সম্পাদক রায়হান আহমেদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সহ-সহ-সভাপতি আবুল মনসুর খান।
এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেট এর সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, কমিউনিটি ব্যক্তিত্ব রহমত আলী, আব্দুল মুমিন জাহেদী ক্যারল, হাসনাত আরিয়ান খান, এনাম চৌধুরী, আবুল হাসনাত চৌধুরী ও ড. মুহাম্মাদ মুঈনুদ্দীন মৃধা।
উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে আরো উপস্থিতি ছিলেন, ফয়েজ আহমেদ, নাজমুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মো: আব্দুল হামিদ শিমুল, মো: নোমান মিয়া, আশরাফুল ইসলাম মাজিদ, আব্দুল মান্নান রেজু, মো: রুস্কান মিয়া, মো: মুহিবুর রহমান বুলবুল, শামসুদ্দোহা মঞ্জু, মো: জামিল হোসাইন, আব্দুল মোনেম, মো: নুরুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসাইন, রাসেল আহমেদ, ইকবাল হোসাইন, সানাউর রহমান চৌধুরী, মো:কাওছার আহমেদ, হামিদ মিয়াসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি