Friday, September 5, 2025
Homeআন্তর্জাতিকজাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে আওয়ামীলীগ এর সমাবেশ।

জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনে আওয়ামীলীগ এর সমাবেশ।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। লন্ডনস্থ আলতাব আলী পার্কে এই সমাবেশ অনুষ্টিত হয়।

গত শুক্রবার ১৫ই আগষ্ট বাদ জুমা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এর পরিচালনায় উক্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে খালিদ মাহমুদ বলেন, দেশে এখন সম্পূর্নরূপে অরাজকতা চলছে। স্বাধীনতার স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হচ্ছে প্রতিনিয়ত। সেই সাথে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু যাদুঘরসহ স্থাপনাগুলো ধ্বংশ করছে। সেই সাথে দেশের সংখ্যালঘুদের উপর চলছে নির্যাতন।বর্তমান সরকারের মদদপুষ্টে দেশের সাধারণ জনগনকে তারা ধানমন্ডি ৩২নম্বরে গিয়ে শোক প্রকাশের সুযোগ দেয় নি। সেখানে যাওয়ার কারনে সাধারণ একজন রিকশা চালককেও মিডিয়ার সামনে নির্যাতন করেছে। এসব বন্ধে বিশ্বসম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সামাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক আ স ম মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি রঞ্জিত কুমার দাস, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জামাল খান, যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি তামিম আহমদ, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, আকতারুজ্জামান কুরেশি নিপু, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, ওয়েলস জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব এস এ খান লেনিন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জাকির হুসেন, আলহাজ্ব আসাদ মিয়া, বদর উদ্দিন চৌধুরী বাবর, ইকবাল আহমেদ, মাহবুব হোসেন, আসাদ মিয়া,  কামাল আহমদ, ওয়েলস  ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, এম এ রউফ, আব্দুস সামাদ সহ আরো অনেকেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট