Monday, July 7, 2025
Homeরাজনীতিশাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রদল আয়োজিত সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাছির বলেন, “জাতীয় ফুল শাপলা একটি রাষ্ট্রীয় প্রতীক। এটি কোনো দলের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ বাংলাদেশের জাতীয় প্রতীকের অন্যতম দৃশ্যমান অংশ হলো এই শাপলা। একে দলীয় প্রতীকে রূপান্তর করা রাষ্ট্রীয় প্রতীকের অবমাননার শামিল।”

এ সময় তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ করে বলেন, “৫ আগস্টের পর কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা করে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চেয়েছিল। পরে তারাই গুপ্ত সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট