Sunday, September 7, 2025
Homeরাজনীতিশেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম : রিজভী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম : রিজভী

শেখ হাসিনা যা চাচ্ছেন পিআর পদ্ধতি অনেকটা ওইরকমই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম।’ 

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো দৃষ্টান্ত নেই। সাধারণ মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক। আমরা চাই সাধারণ মানুষের চাওয়া অনুযায়ি বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচিত সরকার এসে সংস্কার করবে।

তিনি বলেন, ‘বিএনপি তো সংস্কারের কথা না করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন দিক। এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন।সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই কিন্তু বুঝতে পারছি।’

রুহুল কবির তার বক্তব্যে বলেন, ‘খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিলো, যারা বিএনপি’র নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে রেখেছিলো তারা যেন দলে স্থান না পায়।’

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শকুনি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তার আমলটা সাড়ে আট লাখ বছর আগের মতো ছিলো। তখন যে শিশু জন্ম হতো তাকে হত্যা করে খেয়ে ফেলতো।শেখ হাসিনাও অনেক শিশু, মুগ্ধ, আবু সাঈদের রক্তপান করেছে। শেষ পর্যন্ত তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।’

রুহুল কবীর বলেন, ‘আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই। এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এসব অঙ্গীকার করে আমরা নতুন করে দেশটাকে বিনির্মাণ করতে চাই।’

লোকনাথ দিঘীর পাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট