সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিগত ১৫ বছরে দেশে অন্যায় অনাচার, অবিচার অপশাসন প্রতিষ্টিত ছিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ১৫ বছর চিকিৎসা সেবা গ্রহন করতে দেয়া হয়নি, তাঁকে দুঃসহ জীবন যাপন করতে হয়েছে। গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্টায় আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে, অনেকেই আহত ও পঙ্গুত্ব বরণ করেছে। ২৪শের গণঅভ্যুত্থানে আমাদের ভাই, ভাতিজা, সন্তানরা জীবন বিলিয়ে দিয়েছে। আজ ১বছর ধরে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ হয়েছে। আজ আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের অবস্থান থেকে নতুন বাংলাদেশের জন্য কাজ করে যেতে হবে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী বাংলাদেশ গড়বো।
তিনি শুক্রবার রাতে ৪১নং ওয়ার্ডের আব্দুর রশীদ একাডেমির মাঠে সিলেট জেলা যুবদলের প্রতিষ্টাতা আহবায়ক ফখরুল ইসলাম লয়েছ এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, সিলেট জেলা যুবদলের প্রতিষ্ঠাতা থেকে আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রবাসে থেকেও দলের নেতাকর্মীদের সংগঠিত করে কাজ করছেন। তিনি তাহার সুস্থতা কামনা করেন।
প্রবীণ মুরব্বি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমদ ও তানভীর আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী ইউনুস আহমদ, সাংবাদিক আব্দুল হাছিব, সোহেল আহমদ, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছয়েফ আহমদ, যুবদল নেতা রুহুল আমীন, ফখরুল ইসলাম লয়েছ এর ভাতিজা বশিরুল ইসলাম রাহাত, আব্দুর রশীদ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা তানভীর আহমদ, শরীফ আহমদ, শাহজাহান আহমদ, আফতাব আহমদ, আলমগীর হোসেন, আবদুল হান্নান, প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন পশ্চিমভাগ জামে মসজিদ এর ইমাম হাফিজ মাওলানা মুফতি আমিনুর রহমান।