২০২৪ সালে সারা বিশ্বে কমপক্ষে ১২২ জন সাংবাদিক খুনের শিকার হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য। শনিবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশ প্রেসক্লাবের এক মানববন্ধনে এ তথ্য তুলে ধরে জানানো হয় তীব্র নিন্দা ও প্রতিবাদ। মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন ক্লাবের সিনিয়র জেনারেল সেক্রেটারি ও বৃটিশ গণমাধ্যম গার্ডিয়ানের কলামিস্ট মাহবুবা জেবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন। এতে সংক্ষিপ্তভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জুনায়েত রিয়াজ, ল’ অ্যাফেয়ার্স সেক্রেটারি মাহবুবুল আলম তোহা, পাবলিকেশন সেক্রেটারি আবদুল কাদের জিলানী, কমিউনিটি এনগেজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, রাকেশ রহমান, আহমেদ সাদিক, আজিজুল আম্বিয়া, মারুফ গিয়াস বাপ্পি, নাজমুল ইসলাম, মো. মনির হোসেন, শাহিদুর রহমান, ফারিয়া আক্তার সুমি, শেখ নাসির উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, জান্নাতুন্নেসা চয়ন, মনির হোসেন, মাসুম বিল্লাহ, আবছানা রহমান, তানভীর আহমেদ, কাওছার বখত মহিম, শরীফ আলম, মো. মিজানুর রহমান।
বক্তারা- ফিলিস্তিনের গাজা ও বাংলাদেশে অব্যাহত খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সংবাদচর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।