Tuesday, September 9, 2025
HomeSylhetসিলেটে আন্তর্জাতিক মানের দুটি আইইএলটিএসঅন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন

সিলেটে আন্তর্জাতিক মানের দুটি আইইএলটিএসঅন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন

হেক্সা’স ও ব্রিটিশ কাউন্সিল এর যৌথ উদ্যোগে সিলেটে আন্তর্জাতিক মানের দুটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজার ৩য় তলায় হেক্সা’স এর প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান।
এসময় উপস্থিত ছিলেন হেক্সা’স এডুকেশনের বোর্ড অব ডিরেক্টরস ও চেয়ারম্যান শাহিবুল আলম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, সিইও সুলতান আহমেদ, পরিচালক জুবের আহমদ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এক্সামস) মো. বদরুদ্দোজ্জা, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভাইস চেয়ারম্যান (১ম) ফেরদৌস আলম, সেল্টার সাবেক সভাপতি খালেদ হোসেন চৌধুরী, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল কালাম, পিএস একাডেমির সিইও মনিরুজ্জামান মনির, দুধওয়ালার পরিচালক শাকিল জামান প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রণব কান্তি দে বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সবচেয়ে বড় ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান হেক্সা’স এডুকেশনে পাঠদানের পাশাপাশি আইইএলটিএস মেইন এক্সামে অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনি এ প্রদক্ষেপ সিলেটকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান ড. ইকবাল সিদ্দিকী বলেন, আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাবেন। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারবেন। হেক্সা’স সিলেট তথা সারাদেশে ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের আরো বেশী আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।
এর আগে বেলা ১২টায় হেক্সা’স জিন্দাবাজার শাখায় আরেকটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট