Monday, September 8, 2025
Homeসর্বশেষসিলেটে জুলাই শহীদদের স্মরণে গ্রীনডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল

সিলেটে জুলাই শহীদদের স্মরণে গ্রীনডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দোয়া মাহফিল

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর আয়োজনে বাংলা নিউজ ইঊএসডটকমের সিলেট অফিসের সার্বিক তত্ত্বাবধানে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্ব ডিআইজি (প্রিজন্স) মো: ছগির মিয়া। শুরুতেই জুলাই শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর সহ-সভাপতি এড. রকিব আলী খানের সভাপতিত্বে ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ ও বাংলা নিউজ ইঊএসডটকম এর ক্রাইম এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান।
মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর জিন্দাবাজার এ নিজস্ব কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিলেট জজকোর্টের সাবেক পিপি এডভোকেট নোমান মাহমুদ, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার মো. আরিফুর রহমান, সাংবাদিক এম এ মতিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা এম এ আলিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি নাজমুল কবীর পাভেল।
এসময় আলোচনায় অংশ নেন ফটোগ্রাফার আ: জলিল, রহমানিয়া ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফটো সংবাদিক দুলাল হোসেন, মাল্টিমিডিয়া রিপোটার মামুন চৌধুরী, মোস্তফা হোসেন সম্রাট, ক্ষিতীশ তালুকদার, জয়দীপ চক্রবর্তী, শিক্ষার্থীদের অভিভাবক মোহাম্মদ আব্দুল কুদ্দুস তালুকদার, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক শাহজাহান, ধর্মীয় শিক্ষক আনিছুল হক, শিক্ষক আমজাল শিকদার, শিক্ষিকা স্বরূপা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সদস্য ফাতেমা বেগম প্রমুখ।
শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীরা। পরে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট