Sunday, September 7, 2025
HomeSylhetসিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিদায়ী সংবর্ধনাডা. মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠারসাথে...

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিদায়ী সংবর্ধনাডা. মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠারসাথে দায়িত্ব পালন করেছেন-ডাঃ ফজলুর রহিম কায়সার

হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ডাঃ ফজলুর রহিম কায়সার বলেছেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জি এম মনিরুল ইসলাম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্ম দক্ষতার মাধ্যমে এই হাসপাতালের কার্যক্রম আরো গতিশীল হয়েছে। সকলের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। তিনি হাসপাতালের পরিচালকের দায়িত্ব পাওয়ার পর থেকে রোগীদের সেবার মান বৃদ্ধি পাওয়ায় দিন দিন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। তাঁর কর্মময় জীবনের সফলতার কারণে সবার কাছে তিনি প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। আমরা তাঁর সাফল্য কামনা করছি। তিনি যেখানেই থাকেন না কেন আমাদের হৃদয়ে থাকবেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর উদ্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম (অব.) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ডাঃ জিএম মনিরুল ইসলাম বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের ভালো চিকিৎসা প্রদান করায় হাসপাতালের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। যার ফলে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি হাসপাতালে যোগদানের পর থেকে চেষ্টা করেছি রোগীদের ভালো সেবা দেওয়ার। সবার সহযোগিতা পেয়ে আমি এই হাসপাতালের কার্যক্রমকে গতিশীল করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তা চিরদিন মনে থাকবে। তিনি বলেন, রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করলে হাসপাতালের সুনাম আরো বৃদ্ধি পাবে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মৃদুল গুপ্ত এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লি: এর ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নবনিযুক্ত পরিচালক মেজর জেনারেল (অব.) ডাঃ সৈয়দ ইফতেখার উদ্দিন, প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরী, বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জিএম মনিরুল ইসলাম (অব.)।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ টি এম রাসেল মিশু এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: দেওয়ান আলী হাসান চৌধুরী, নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: খন্দকার আবু তালহা, উপ-পরিচালক ডা: তাফহীম আহমদ রিফাত, শিশু বিভাগের রেজিস্ট্রার ডা: নিজাম আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা: নূর মো: তানভীর, সহকারী ম্যানেজার (এডমিন) সুলতানা ফিরোজা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে হলি সিলেট এর ডিরেক্টর, প্রফেসর, চিকিৎসক নার্স এবং হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের মোয়াজ্জিন মো. জাদুল আহমদ চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট