Monday, September 8, 2025
HomeSylhetসিলেট খোজার খলা মারকাজ জামে মসজিদেরসামন থেকে টিভি এস মোটর সাইকেল চুরি

সিলেট খোজার খলা মারকাজ জামে মসজিদেরসামন থেকে টিভি এস মোটর সাইকেল চুরি

সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজার খলা মারকাজ জামে মসজিদের সামন থেকে টিভি এস মোটর সাইকেল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ আগষ্ট শনিবার দুপুরে জোহরের নামাজ চলাকালীন সময়।
জানা যায়, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন জোহরের নামাজ আদায় করতে খোজার খলা মারকাজ জামে মসজিদের সামনে সিলেট মেট্রো-হ-১১৯২৩৪ টিভি এস ১১০ সিসি মোটর সাইকেল পার্কিং করে তালা লাগিয়ে মসজিদে প্রবেশ করেন। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে তিনি দেখেন যে স্থানে মোটর সাইকেল রেখেছেন সেখানে নেই।
ঘটনাটি ইকবাল হোসেন স্থানীয় মুসল্লিগন ও আশপাশের সবাইকে জানান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন যুবক টিভি এস মোটর সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে।
মটর সাইকেলের সন্ধান ও চোরকে ধরিয়ে দেওয়া জন্য সকলের সহযোগিতা চেয়েছেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন যোগাযোগ ০১৮১৩৩১৮০৮৩। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট