Tuesday, July 29, 2025
HomeSylhetসিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এয়ারপোর্টথানা কমিটির বিক্ষোভ মিছিল ও সভা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এয়ারপোর্টথানা কমিটির বিক্ষোভ মিছিল ও সভা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- চট্ট- ১৯৩৩) এর আওতাধীন এয়ারপোর্ট থানা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরী ৩০ হাজার টাকা ঘোষণার দাবীতে আম্বরখানা এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা বড়বাজার গলির সামনে গিয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা রাতদিন প্ররিশ্রম করার পরেও তাদের মজুরী ঠিকমতো দেওয়া হয় না। তাদের উপর কিছু মালিকপক্ষ নির্যাতন করে। এমনকি তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। হোটেল শ্রমিকরা ন্যায্য মজুরী না পাওয়ায় ও মালিকপক্ষ তাদের মজুরী যথাসময়ে না দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হয় তাদের। মালিকপক্ষ তাদের ইচ্ছে মতো যেকোন সময় শ্রমিকদের কাজ থেকে বাদ দিয়ে দেন।
বক্তারা বলেন, আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকুরীর নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা, বাঁচার মত নূন্যতম মজুরী ৩০ হাজার টাকা।
এয়ারপোর্ট থানা কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেজুয়ান এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউসুফ জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কমিটির সভাপতি এম সফর আলী খান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম দাস, দক্ষিণ সুরমা থানা কমিটির সহ-সভাপতি মোঃ শিরিন মিয়া, জালালাবাদ থানা কমিটির উপদেষ্টা নবীর হোসেন আকাশ, জহির, সুমন, আব্দুল্লাহ, হৃদয়, ইমন, মনোয়ার হোসেন প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট