Friday, October 24, 2025
HomeSylhet"সিলেট বিজনেস ফোরাম" এর আহবায়ক কমিটি গঠিত

“সিলেট বিজনেস ফোরাম” এর আহবায়ক কমিটি গঠিত

সিলেটের সমমনা ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে ব্যবসায়িক উন্নতি, অগ্রগতি বিষয়ে এক মতবিনিময় সভা গতকাল ২২ অক্টোবর ২০২৫ বুধবার রাত ৯টায় নগরীর দরগাহ গেইটস্থ হোটেল গ্রান্ড ইমারাহ’র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সিলেটের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান মিতালী স্টোর এর সত্বাধিকারী মাওলানা শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলকো হোমস (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হলি আরবান প্রোপার্টিজ (প্রাঃ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দিলওয়ার হোসাইন।
সভায় ব্যবসায়িক উন্নয়ন, অগ্রগতি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে “সিলেট বিজনেস ফোরাম” নামে একটি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। বিশিষ্ট প্রিন্টিং ব্যবসায়ি মাওলানা আব্দুল হাদী চৌধুরী কে আহবায়ক ও সিলকো হোমস (প্রাঃ) লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট “সিলেট বিজনেস ফোরাম” এর আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগন হলেন মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ কামরুল ইসলাম,
মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ জামাল উদ্দিন ও নাসিমুর রিয়াজ।
মতবিনিময় সভায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আবাবিল হজ ট্যুরস এর সত্বাধিকারী মাওলানা ইমদাদুল হক, ফ্রেন্ডস প্রোপার্টি’র ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, গ্রান্ড ইমারাহ হোটেলের পরিচালক তাহমিম সোবহান বাবু, ড্রিমল্যানড প্রোপার্টি’র পরিচালক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, মকসুদ আহমদ ও আহমদ সাদিকুর রহমান প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট